মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ১৩ জানুয়ারী ২০২৫ ১৫ : ১৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল রক্ষণের রক্তাল্পতা দূর করতে লাল-হলুদে আসতে পারেন এক বিদেশি ডিফেন্ডার। সূত্রের খবর এমনটাই।
নিয়ম করে প্রায় প্রতিটি ম্যাচেই রক্ষণের ভুলে গোল হজম করতে হচ্ছে লাল-হলুদকে। পয়েন্ট নষ্ট করতে হচ্ছে অস্কার ব্রুজোঁর দলকে। পয়েন্ট খুইয়ে, ম্যাচ হেরে আইএসএলে ক্রমাগত পিছিয়ে পড়ছে লেসলি ক্লডিয়াস সরণীর বিখ্যাত ক্লাব। আইএসএলে এখনও ন'টি ম্যাচ বাকি রয়েছে ক্লেটন সিলভাদের। রয়েছে সুপার কাপ ও এএফসি। সেই সব ম্যাচের কথা ভেবে আপৎকালীন ভিত্তিতে নতুন এক বিদেশি ডিফেন্ডার আসতে চলেছে লাল-হলুদে।
কিন্তু নতুন ডিফেন্ডার এলে কার উপরে কোপ পড়বে? সেটা অবশ্য এখনও পরিষ্কার নয়। তবে ইস্টবেঙ্গলের দুই বিদেশি ডিফেন্ডারের জন্য নিয়ম করে বিপন্ন হচ্ছে ক্লাব। সেই কারণেই অন্তত একজনকে বদলানোর কথা ভাবা হচ্ছে বলেই সূত্রের খবর।
মুম্বই সিটির বিরুদ্ধে হিজাজির 'শিশুসুলভ' ভুলে ম্যাচ হারতে হয়েছে অস্কার ব্রুজোঁর দলকে। দু' গোলে পিছিয়ে পড়ে সেই সময়ে ইস্টবেঙ্গল সমতা ফিরিয়েছিল। কিন্তু ঘরের মাঠে পায়ের নীচ দিয়ে বল গলিয়ে হিজাজি গোল খাইয়ে দেন ইস্টবেঙ্গলকে।
ডার্বিতেও আশিস রাইয়ের বলের নাগাল পাননি হিজাজি। অপর বিদেশি ডিফেন্ডার হেক্টর ইউস্তেকে গতিতে পরাস্ত করে মোহনবাগানের ম্যাকলারেন গোল করে দেন।
আগামী ম্যাচগুলোয় মরণকামড় দেওয়ার চেষ্টা করবে ইস্টবেঙ্গল। ডিফেন্সকে আরও জমাটি করার দরকার রয়েছে। সেই কারণে নতুন একজন ডিফেন্ডারের খোঁজে রয়েছে লাল-হলুদ ব্রিগেড।
কিন্তু কার বাদ পড়ার সম্ভাবনা বেশি? ইস্টবেঙ্গল ও জাতীয় দলের প্রাক্তন ডিফেন্ডার অর্ণব মণ্ডল বলছেন, ''যদি পরিবর্তন করাই হয়, তাহলে হিজাজিকেই করা উচিত। মুম্বই সিটি-র বিরুদ্ধে মারাত্মক ভুল করেছিল। ডার্বির দিনও আশিস রাইয়ের বাড়ানো বলটা ও বুঝতেই পারেনি। ফুটবলার মন্থর হতেই পারে। সেটা মানিয়ে নেওয়াও যায়। কিন্তু হিজাজি বড্ড ভুল করে বসছে। একই ভুল বারংবার হচ্ছে। ওর মধ্যে লিডারশিপ দেওয়ার ক্ষমতাও নেই।''
কলকাতার তিন প্রধানে খেলা ডগলাস দ্য সিলভা আবার মনে করেন, হেক্টর ইউস্তের জায়গায় নতুন বিদেশি আনা উচিত। ডগলাসের ভোট আবার হিজাজির দিকে। ডগলাসকে নিয়ে মিথ রয়েছে ডার্বিতে। তিনি ডার্বি হারেননি কখনও। সেই প্রাক্তন ব্রাজিলীয় তারকা বলছেন, ''হেক্টর খুব স্লো। ডার্বির দিন দেখা গেল ম্যাকলারেন ওকে সহজেই পরাস্ত করে দিল। আর ওর পজিশনও ঠিক ছিল না। আমার মতে, যদি বাদ দিতে হয় হেক্টরকে বাদ দেওয়া উচিত। হিজাজি হয়তো আইএসএলের মান অনুযায়ী খেলতে পারছে না। কিন্তু ও বাঁ পায়ের ফুটবলার। দল যদি ৩-৫-২ পদ্ধতিতে খেলে, তাহলে ওকে লেফট ব্যাক হিসেবে খেলানো সম্ভব। সেট পিসের সময়ে প্রতিপক্ষের বক্সে গিয়ে গোল করার চেষ্টা করে। প্রয়োজনে হিজাজিকে মাঝমাঠেও দেখে নিতে পারেন কোচ।''
আশিয়ান জয়ী ইস্টবেঙ্গল দলের গোল আগলেছিলেন সন্দীপ নন্দী। তিনি বলছেন, ''গোলকিপারের আগে যে দু'জন ডিফেন্ডার রয়েছে ইস্টবেঙ্গলে, তারা কেউই প্রভসুখান গিলকে নির্ভরতা দিতে পারছে না। বারবার ভুল করছে ওরা। মোহনবাগান ছেড়ে দিল হেক্টরকে, ইস্টবেঙ্গল তাকেই নিয়ে নিল। আমার মতে, হেক্টরের পরিবর্তে নতুন কোনও বিদেশি খোঁজা উচিত। ওর বয়সও হয়েছে। হিজাজিও ভুল করছে। আমার মতে এভাবে খেলোয়াড় না খুঁজে প্রাক্তন ফুটবলারদের কাজে লাগানো উচিত। ডগলাস, ব্যারেটো রয়েছে। ওদের কাছ থেকে খোঁজ নিয়ে ব্রাজিলীয় প্লেয়ার খোঁজা যায়। সুলে মুশা রয়েছে। ওরা পরামর্শও নেওয়া যায়। দরকার পড়লে উগা ওপারাকেও জিজ্ঞাসা করা যায়।''
ইস্টবেঙ্গলকে বাঁচাতে কোন ডিফেন্ডার আসেন, সেটাই এখন দেখার।
#EastBengal#ForeignDefender#HijaziMaher#HectorYuste
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ইংল্যান্ড সিরিজ নিয়ে একাধিক দাওয়াই সানির, কী বললেন দেশের প্রাক্তন ক্রিকেটার জানুন ...
মাঠের ভিতরের মতো বাইরেও খারাপ সময় গুয়ার্দিওলার, স্ত্রী সেরার সঙ্গে ৩০ বছরের সম্পর্ক শেষ ...
রোহিতের পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন আরও এক তারকা ক্রিকেটার, খেলবেন রঞ্জিতে ...
কোহলিকে নির্বোধের মতো আচরণ করতে নিষেধ চ্যাপেলের, শুনবেন কি বিরাট? ...
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাবে কোন দুই দল? জানালেন এই তারকা...
গোল না দিয়ে বিরতির বাঁশি বাজিয়ে কুখ্যাত, লাল-হলুদের প্রাক্তন কোচ কুয়াদ্রাতের নিশানায় ছিলেন কেটেল...
ফিরছেন ঘরোয়া ক্রিকেটে, মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করবেন রোহিত...
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়ার দৌড়ে ঢুকে পড়লেন বোর্ডের ছাঁটাই হওয়া তারকা...
বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...
বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...
‘ছেলের মৃত্যু হলেও আমি গর্ব করতাম’, যুবরাজ সিংকে নিয়ে কী বললেন যোগরাজ?...
আইপিএল শুরু হচ্ছে কবে থেকে? চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই এল মেগা আপডেট...
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষিত হবে এই দিনে, বড়সড় আপডেট দিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা...
'আর কয়েক মাস আছি', বোর্ডকে সময় দিলেন রোহিত, কিন্তু কীসের জন্য? ...
জেমাইমার দুরন্ত সেঞ্চুরি, ওয়ানডেতে পাহাড় প্রমাণ রান গড়ে নজির ভারতের মহিলা দলের ...